How to Download & Install Windows 11 on your PC/Laptop ?



Download and Install Windows 11: Microsoft-র পক্ষ থেকে 24th June উইন্ডোজ ১১-এর ঘোষণা করা হয়। June-র মাঝামাঝি নতুন উইন্ডোজের একটি Beta Dave version build 21996.1 ফাঁস হয়। অনেকেই তা খুঁজে Install করে ফেলেন।

Windows Setting থেকেই আপনি সহজে উইন্ডোজ ১১-এর একটি পরীক্ষামূলক সংস্করণ Beta Dave version build 22001.51 Install করতে পারবেন। মনে করে যে কম্পিউটার এ ইনস্টল করছেন তার ব্যাকআপ নিয়ে রাখুন |

Everything you need to Download and Install Windows 11 :

  1. GHz বা তার বেশি গতির Processor
  2. কমপক্ষে 4 Gb RAM
  3. 64Gb Blank Storage
  4. System Firmware UEFI মোডে থাকতে হবে
  5. TPM 2.0 Chip থাকতে হবে

Hign Configuration-র কম্পিউটারেও উইন্ডোজ ১১ Install করা যাচ্ছে না। ঠিক যে কারণে সমস্যাটি হচ্ছে, এই লেখায় আমরা সেটারই সমাধান দেখব এবং সঙ্গে কী কী নতুন সুবিধা এসেছে, সেটাও জানব।

বেশির ভাগ User প্রথম ও প্রধান সমস্যার মুখে পড়ছেন TPM 2.0 নিয়ে। এই TPM Chip আপনার PC তে আছে কি না জানতে আপনার Present Windows Operating System-র PC তে Win + R Button দুটি press করুন।

Run Interface এলে সেখানে ‘tpm.msc’ লিখে Enter press করুন | বা “OK” button click করুন। আপনার PC তে TPM Chip না থাকলে Compatible TPM cannot be found interface দেখাবে।

Maximun ব্যবহারকারীর PC তে TPM Chip থাকা সত্ত্বেও দেখাচ্ছে তাদের PC তে উইন্ডোজ ১১ চলবে না। এ ক্ষেত্রে PC-র Device Manager থেকে দেখে Confirm হয়ে নিন। এ জন্য আবারও Win + R button press করুন । Run Interface এলে তাতে ‘devmgmt.msc’ Command লিখে enter করুন।

এরপর Security Device Tab এ TPM Chip দেখতে পাবেন। যদি tpm.msc Command এ আপনার TPM Chip না দেখায় কিন্তু Device Manager এ টিপিএম চিপ দেখায় | সে ক্ষেত্রে আপনাকে Bios থেকে TPM Chip active করে নিতে হবে।

Next আপনার PC Restart দিন। আর Close থাকলে Open time F2 Button (Depending on the manufacturer F10, F2, F12, F1, or DEL button হতে পারে) press করে Bias এ enter করুন।

এরপর Security, Advanced or Settings options এ গিয়ে miscellaneous part এ ঢুকে Intel Platform Trust Technology (PTT) চালু করে Save করুন। এরপর Buut Menu তে গিয়ে Secure boot option active করে ‘Save & Exit’ দিয়ে PC restart করুন।

If you do not get a TPM chip, how to install:

1st, Win + R button দুটি চেপে Run চালু করে ‘regedit’ command দিন। এরপর HKEY_LOCAL_MACHINEYSTEMetup-এ গিয়ে Setup-এ Mouse-র right click করে New > Key select করুন। এরপর File-র নাম ‘LabConfig’ দিয়ে enter করুন।

Next LabConfig-এর ওপর Mouse-র right click করুন |এবং New > DWORD (32-bit) value select করে তৈরি করুন এবং আরেকটি value তৈরি করুন | ‘BypassTPMCheck’, এবং এর Data Set করুন ‘1’।

এখন BypassRAMCheck and BypassSecureBootCheck value তৈরি করে Data ‘1’ set করুন | এবার Registry editor stop করুন। আপনার PC উইন্ডোজ ১১–তে boot করার জন্য তৈরি।

যাঁদের TPM Chip আছে, তাঁরা এবার Device Manager-র disk management opion এ যান। Win + R Win + R button press করুন and run interface এ ‘diskmgmt.msc’ command  দিয়ে enter করুন। এরপর আপনার Harddisk-র ওপর right click করে Propertize এ যান।

এরপর Volums এ গিয়ে আপনার Partition style দেখে নিন সেটি GPT কি না।MBR হলে GPT মোডে Hard drive convert করুন।

First Windows Settings এ যান। সেখান থেকে Update & Security তে গিয়ে Windows Insider Security Click করুন। যদি ইতিমধ্যে Insider program connecte না হয়ে থাকে, তবে ‘Gate Started’ click করুন।


এরপর Link & Account click করুন এবং Microsoft Account sign in করুন। Next Window তে Dev Channel select করে confirm করুন। Next Window তে ও Confirm click করুন।এরপর আপনার PC Restart করুন।

Restart হওয়ার পর আবার settings এ গিয়ে Update & Security তে গিয়ে Windows Update করুন। Next, check for updates click করুন।কিছুক্ষণ loading-র পর Windows 11 download হওয়া শুরু হবে।

এরপর যদি আর Preview build না পেতে চান, তাহলে settings থেকে উইন্ডোজ আপডেট select করুন।এরপর Insider Program এ গিয়ে ‘Stop Getting Preview Build’-এ Click করে ‘Unenroll this device immediately’–তে click করুন।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Comments

Popular posts from this blog

বিষাক্ত শুঁয়োপোকা

দারুণ সুখবর ফ্রেশারদের জন্য ! প্রচুর পদে নিয়োগ ! জেনে নিন বিস্তারিত