মাধ্যমিক পাশ এ চাকরি পেতে পারেন Indian Army-তে, আজই আবেদন করুন।

 


সেনা বাহিনীতে চাকরির জন্য নিজেকে তৈরি করছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। একাধিক পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian Army) । ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি (নম্বর 1303/CIV/RV-2020) প্রকাশিত হয়েছে। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে।

মোট শূন্যপদ-৪৬

সিভিল টেকনিক্যাল ইন্সট্রাক্টর – ২

স্টেনোগ্রাফার গ্রেড II – ১

লোয়ার ডিভিশন ক্লার্ক -১৭

সিভিল মোটর ড্রাইভার – ১২

মাল্টি টাস্কিং স্টাফ (চৌকিদার) – ১

মাল্টি টাস্কিং স্টাফ (মেসেঞ্জার) – ৭

অন্যান্য- ৮

বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ১৮ থেকে ৯৫ হাজার টাকার মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশরা উপরিউক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সিভিল মোট ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি পদের ক্ষেত্রে ১৮-২৫ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরাই কেবল আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীদের নিজেদের বায়োডাটা, শিক্ষা, জন্ম, জাতি-সহ যাবতীয় শংসাপত্র পাঠাতে হবে (The Commandant, HQ 2 Signal Training Centre, Panaji (Goa)) এই ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ– ২৩ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।

তাহলে আর দেরি না করে আজই আবেদন করুন। তবে তার আগে অবশ্যই দেখে নেবেন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট।

www.joinindianarmy.nic.in

আরও বিস্তারিত জানার জন্য Join করুন আমাদের Teligram Chanel Kajli Briefing




Comments

Popular posts from this blog

বিষাক্ত শুঁয়োপোকা

দারুণ সুখবর ফ্রেশারদের জন্য ! প্রচুর পদে নিয়োগ ! জেনে নিন বিস্তারিত