অবশেষে কি শুরু ভারত ও চিনের যুদ্ধ? শহীদ ২০ ভারতীয় জওয়ান - চিন সীমান্তে, ও ৪৩ চিনা সেনাকে ভোগে পাঠানো হয়েছে।


নিজস্ব সংবাদ : সংখ্যাটা সকালের দিকে যেটা শোনা গিয়েছিল, ভারতের তিনজন সেনা শহীদ হয়েছে ইন্দো চিন গুলির লড়াইয়ে। সেটাই এখন আরও বৃদ্ধি পেল। আর সেটাই এখন ২০ তে দাঁড়িয়ে গেল। আজ্ঞে হ্যাঁ, এটাই সত্যি যে সংখ্যাটা এতোটা বৃদ্ধি পেয়েছে।

আজ সকাল থেকেই গালোয়ান ভ্যালিতে দুই দেশের সেনার মধ্যে শুরু হয় গুলির লড়াই। আর সেখানেই প্রথমে শহীদ হয় ভারতীয় তিন সেনা, যার মধ্যে একজন ছিলেন কর্ণেল। এবার ভারত সরকারের তরফে সামনে যে খবর এসেছে সেটা শুনে অবাক হওয়ার মতো। কারণ তারা জানিয়েছে এবার দুই দেশের সীমান্তে যুদ্ধে প্রাণ হারালো ২০ জন ভারতীয় সেনা।


তবে এই নিয়ে আবার চিনা সংবাদ মাধ্যম জানিয়েছেন , ভারতীয় সেনারা চিনের সীমান্তে প্রবেশ করেছিল, আর তারা চিনা সেনাদের বিরক্ত করছিল, এই কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।

তবে এবার এখানেই শেষ না, কারণ চিনা সেনার প্রাণ গিয়েছে বলেও জানা গেছে, এই গ্লোবাল টাইমসের তরফে প্রথমে জানানো হয়েছিল চিনা সেনা ৫ জন মারা গেছে, কিন্তু এবার যে খবর সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে সংখ্যাটা আর ৫ জন নেই, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩ জন।

Comments

Popular posts from this blog

বিষাক্ত শুঁয়োপোকা

দারুণ সুখবর ফ্রেশারদের জন্য ! প্রচুর পদে নিয়োগ ! জেনে নিন বিস্তারিত